১৯৭০ সালে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার অন্তরগত হরিরামপুর উপজেলার 2নং গালা ইউনিয়ন কৌড়ী এলাকার সর্ব সাধারণের নিরমম পরিশ্রম, আন্তরিক সহযোগীতা জমি প্রদান। আর্থিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে 1970-71 শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে কলেজটি প্রকাশিত হয়েছ । 1987-88 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে স্নাতক (পাস) স্তরে উন্নীত হয়। পরবর্তী 1991-1992 শিক্ষাবর্ষের শিক্ষার্থীগণ 1993 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী (পাস)পরীক্ষায় অংশগ্রহন করে। 2010-2011 শিক্ষাবোর্ডে ঃ হিসাব বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও বাংলা বিষয়ে সম্মান কোর্সের অধীভুক্ত লাভ করে শিক্ষাকার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠানের ইতিহাস
Copyright © এম. এ রউফ ডিগ্রী কলেজ, কৌড়ী
Design & Developed by : Atomsoft