প্রতিষ্ঠানের ইতিহাস

১৯৭০ সালে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার অন্তরগত হরিরামপুর উপজেলার 2নং গালা ইউনিয়ন কৌড়ী এলাকার সর্ব সাধারণের নিরমম পরিশ্রম, আন্তরিক সহযোগীতা জমি প্রদান। আর্থিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে 1970-71 শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে কলেজটি প্রকাশিত হয়েছ । 1987-88 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে স্নাতক (পাস) স্তরে উন্নীত হয়। পরবর্তী 1991-1992 শিক্ষাবর্ষের শিক্ষার্থীগণ 1993 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী (পাস)পরীক্ষায় অংশগ্রহন করে। 2010-2011 শিক্ষাবোর্ডে ঃ হিসাব বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও বাংলা বিষয়ে সম্মান কোর্সের অধীভুক্ত লাভ করে শিক্ষাকার্যক্রম অব্যাহত রয়েছে। 

অধ্যক্ষ

Principal's Message ‌মোঃ না‌সিমুল ইসলাম মন্ডল

অনুন্নত এলাকার শিক্ষা বিস্তারের মহতী লক্ষ্যকে সামনে রেখে ১৯৯১ ইং সালে কুড়িগ্রাম জেলার অন্তর্গত নাগেশ্বরী উপজেলার মনিরচরে ছায়া সুনিবিড় ও মনোরম পরিবেশে নাগেশ্বরী মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও দক্ষ গর্ভনিং বডির সদস্যদের যৌথ প্রয়াসে সুনামের সাথে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 854। এইচ এস সি ও স্নাতক পর্যায়ের পরীক্ষার ফলাফলও সন্তোষ জনক। ফলে এই অঞ্চলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই কলেজের প্রতি ক্রমেই আকৃষ্ট হচ্ছে।

আমি আশা করি অতীতের মত আগামী দিনেও এই কলেজটির সাফল্যের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার

Principal's Message জনাব কাউছার আহাম্মেদ

 শিক্ষা বিস্তারে নাগেশ্বরী মহিলা কলেজ একটি সুপরিচিত ও বিশ্বস্ত নাম। ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠ থেকে দীর্ঘদিন ধরে সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে ছাত্রীবৃন্দ ছড়িয়ে পড়ছে সমগ্র দেশে। মান সম্পন্ন শিক্ষাদান শুধু নয়, আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রেও এ প্রতিষ্ঠানের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষা বিস্তারে এ অঞ্চলে যে সমুজ্জ্বল ভাবমূর্তি তৈরী করেছে তার নেপথ্যে রয়েছে সম্মনিত শিক্ষকমন্ডলীর নিরলস শ্রম ও প্রচেষ্টা।

 

Close স্বাধীনতার সুবর্ণ জয়ন্
          তী কর্ণার